কথায় আছে “জলে কুমির ডাঙ্গায় বাঘ”, সুন্দরবন এই রকমের জীব বৈচিত্রে ভরা। অসাধারণ জীব বৈচিত্র্য সুন্দরবনকে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের খেতাব প্রদান করেছে। সুন্দরবনের প্রতিটি বাঁকেই রয়েছে, অজানা রহস্য আর গা ছম ছম করা অভিজ্ঞতা। এক ঝলক দক্ষিনরায়ের দেখা পাওয়া আপনার সুন্দরবন টুরিজম এর অভিজ্ঞতা কেই বদলে দেবে।
সুন্দরবন কেনো বিশ্বের ভ্রমণ মানচিত্রে সতন্ত্র স্থান করে নিয়েছে?
সমৃদ্ধ জীববৈচিত্র, প্রাকৃতিক ভাবে সৃষ্ট পৃথিবীর সর্ব বৃহৎ বদীপ অঞ্চল ও ম্যানগ্রোভ বনভূমি এই অঞ্চল কে একত্রই স্বতন্ত্র স্থান করে দিয়েছে। প্রতিটি প্রকৃতিপ্রেমীর কাছে সুন্দরবন হোলো একটি অবশ্য গন্তব্য স্থান। আপনি রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও কিং কোবরা, সাধারণ কোবরা, ইঁদুরের সাপ, সাধারণ সাপ, কুমির এবং অজগরের মতো অনেক প্রাণী এবং 500 টিরও বেশি প্রজাতির বন্য পাখি দেখতে পাবেন। 2018 সালে পরিচালিত একটি জরিপ অনুসারে, সুন্দরবন ব-দ্বীপে ৯৬ টি বাঘ রয়েছে। পর্যটকরা কিংফিশার, সানবার্ড, মুখোশযুক্ত পাখনা, কালো-হুডেড অরিওল, ওসপ্রে এবং অন্যান্য পাখিও দেখতে পারেন।
বাঘ কে চিড়িয়াখানা বা সার্কাসে দেখেনি এরকম বোধ হয় কেউ নেই। কিন্তু সুন্দরবনের রয়াল বেঙ্গল কে টাইগার কে তার নিজ ভূমে দেখা এক না ভুলতে পর অভিজ্ঞতা । সুন্দরবনে প্রকৃতির সাথে সাথে বাঘের দর্শন এক অন্যতম প্রধান আকর্ষণ। আপনার সুন্দরবন ভ্রমণ এর সময় যে কোনো মুহূর্তে জঙ্গলের মধ্যে বা সাঁতার রত অবস্থায় আপনি এই ভয়াল সুন্দর প্রাণী টিকে চাক্ষুষ করতে পারেন। প্রতি বছর বিভিন্ন পর্যটক নৌকা থেকে বাঘের দর্শন পাওয়া যায়। এক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতে পর্যটক দের নিরাপত্তা সব থেকে বড় প্রাধান্য তাই প্রতিটি টূর পরিচালনা হয় অভিজ্ঞ ও প্রশিক্ষিত গাইড দ্বারা। এই ধরনের পর্যটকদের বোট জঙ্গলের বেশ দূর দিয়ে যায়। যাতে কোনো ভাবেই কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে।
সুন্দরবনের জঙ্গল শুধু যে বাঘ ও অন্যান্য প্রাণীদের আবাস স্থল তা নয়, এর প্রকৃতিজাত উপাদান, যেমন জঙ্গলের মধু, কাঠ, মাছ ইত্যাদির টানে স্থানীয় মানুষরা বার বার জঙ্গল অভিমুখে যায়। কখনো কখনো কখনো দুর্ঘটনাও ঘটে যায়। বাঘ অত্যন্ত চালক ও সাহসী। অতর্কিতে হানা দেওয়ায় তার জুড়ি মেলা ভার।
আপনার সুন্দরবন ট্রিপ এর আর একটি আকর্ষণ হোলো ভ্রমণ এর সাথে বন-ভোজন। সারবছর বিভিন্ন টূর গুলিতে থাকে বিভিন্ন আকর্ষণীয় স্পটগুলো দেখা ও আপনার পছন্দ অনুযায়ী মেনু । সুন্দরবন ইলিশ উৎসব হোলো তার মধ্যে অন্যতম। প্রতি বছর বহু পর্যটক ছুটে আসে শুধু এই উৎসবের টানে।
আপনি যদি ভ্রমণএর সাথে সাথে আরও কিছু উদ্ভিদের তথ্য জানতে চান, তাহলে এই পৃষ্ঠায় দেখুন : https://sundarbanstour.in/plants-in-sundarban/
সুন্দরবন ভ্রমণ, সুন্দরবন টূর, সুন্দরবন প্যাকেজ টূর, সুন্দরবন ইলিশ উৎসব, Sundarbans tour, Sundarbans tour package